বালুদস্যুরা পদ্মাকেও রেহাই দিবে না?
বালু উত্তোলন নদীর জলকাঠামো ও জীববৈচিত্র্যের জন্য সার্বিকভাবে ক্ষতিকর তো বটেই; পদ্মার প্রবাহপথে মুন্সীগঞ্জের লৌহজং ও মাদারীপুরের শিবচর এলাকায় বালু উত্তোলনের বিপদ আরও ব্যাপক। কারণ এই অঞ্চলেই অবস্থিত বাংলাদেশের অবকাঠামোগত গৌরব পদ্মা সেতু। আমরা জানি, ২০১০ সালের ‘বালু উত্তোলন ও