গণহারে মারধর, বিশেষ করে মেয়েদের, রক্তাক্ত করা, এসব রীতিমতো অসভ্যতা, বর্বরোচিত। কোনো ব্যখ্যাতেই এই কর্মকান্ড গ্রহণযোগ্য না।
দেশে সক্রিয় বিরোধীদল নেই, কার্যকর ভোটিং নেই, বড় কোনো ইনসাইড চ্যালেঞ্জ নেই, অথচ পনের বছর একটানা ক্ষমতায় থেকে সামান্য একটা যৌক্তিক দাবী আপনারা ট্যাকেল করতে পারেন না, তরুণদের পালসও বোঝেন না!
পক্ষে কিংবা বিপক্ষে, আন্দোলন একটি গণতান্ত্রিক অধিকার। প্রাণ হনন তো গণতান্ত্রিক অধিকার না। আর এটা সমাধানও না। শিক্ষার্থীদের এমন রক্তাক্ত দৃশ্য সহ্য করার মতন নয়। কোটা সংস্কারের ইস্যুতে তাদের সাথে আলাপ করে যৌক্তিক সমাধানে পৌঁছা যেত। কিন্তু তা না করে তাদের উপর নির্বিচারে গুলি চালানো স্পষ্ট সীমালঙ্ঘন।
আপনারা পারেন শুধু আগুনে ঘি ঢালতে। ঢালেন। কিন্তু এই আগুন ছড়িয়ে গেলে সামলাতে পারবেন তো? জানেন তো, তরুণদের বুকের আগুন দমন-পীড়নে কমে না, সারা বাংলা ছড়িয়ে যায়।