আমি সবসময় আইন-শৃঙ্খলার কথা বলে আসছি। আইনের শাসনের কথা বলে আসছি। সভ্যতার মূল চাবিকাঠি হচ্ছে আইনের শাসন। রাষ্ট্রের সৃষ্টির মূল কারণ হচ্ছে আইনের শাসন, ন্যায় বিচার।
আমরা কীভাবে নতুন রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখি, যেখানে এখনও আমাদের মধ্যে শিক্ষিত মানুষ আইন নিজের হাতে তুলে নেয়?
প্রত্যেকটা মানুষের অধিকার আছে একজন নিরপেক্ষ বিচারকের সামনে তার অপরাধের পেছনের কারণ ব্যাখ্যা করার। তাকে যে অপরাধে দোষী করা হচ্ছে, সেটা ভুল প্রমাণ করার চেষ্টা করার অধিকারও আছে যদি সে দাবি করে সে নির্দোষ। তদন্তের অধিকার সবারই আছে।
যদি কেউ চুরি করেও থাকে, আর প্রমাণও হয় যে সে চোর তার পরও আমরা তাকে মেরে ফেলতে পারি না। আমাদের দায়িত্ব তাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেবো। এখন বিচারিক ক্ষমতা সেনাবাহিনীর হাতে, তাদের কাছে তুলে দেয়া । কিন্তু শাস্তির দেয়ার ক্ষমতা কিংবা অধিকার আমাদের নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে হত্যাকাণ্ড ঘটেছে তা একদমই ধিক্কারযোগ্য। কিন্তু সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম খাটো করে না। স্টুডেন্ট হলেই যে সবাই ভালো হয়ে যাবে, তা কিন্তু না। আর বিশ্ববিদ্যালয়ের কোনো স্টুডেন্ট যদি অপরাধ করে, তাহলে সেটা তো সকল ছাত্রদের বা গোটা প্রতিষ্ঠানের উপর দায় পড়ে না।
কিন্তু একই সাথে, এইসব হলে ঘনঘন এ রকম ঘটনা ঘটছে, এর দায় বিশ্ববিদ্যালয়কে নিতেই হবে। হলের ইনচার্জ তো প্রতিষ্ঠানের। হলের দায়িত্ব প্রতিষ্ঠানের। একটা মানুষকে মেরে হত্যা করা হয় আর প্রতিষ্ঠান কিছুই জানে না? যদি না জানেন, বা জানতে ব্যর্থ হন, পদত্যাগ করুন। এসব কোনোভাবেই গ্রহণযোগ্য না।