ড. ইউনুস স্যার ওরা আপনাকে ঘিরে ফেলেছে

ব্রিগেডিয়ার জেনারেল রাশিদুল আলম, বিজিবিএম,পিবিজিএমএস সে বর্তমানে বাংলাদেশ আর্মড সার্ভিসেস বোর্ড (BASB) এর DG হিসেবে কর্মরত। RAB এ ছিলো ২০১০ থেকে ২০১২।

ব্রীগেডিয়ার রাশেদ ইলিয়াস আলি গুমের সাথে সরাসরি জড়িত। তখন সে RAB-1 এ কর্মরত ছিল(২০১২ এপ্রিলে ইলিয়াস আলী কে *ম করে)।

SHEIKH HASINA,র নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী,র আশীর্বাদপুষ্ট ছিল। মেজর জেনারেল জিয়াউল আহসান, ব্রিগেডিয়ার জেনারেল রাশিদুল আলম এবং কমান্ডার সোহায়েল এর নির্দেশে ইলিয়াস আলিকে গু* করা হয়।
বাংলাদেশ আর্মড সার্ভিসেস বোর্ড (BASB) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত, প্রতিরক্ষা মন্ত্রণালয় এর দায়িত্বে আছেন ড.ইউনূস এবং সিনিয়র সচিব মোঃ আশরাফ উদ্দিন,সে শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত।

ব্রিগেডিয়ার রাশেদুল সম্মোন্ধে আরো ভয়ংকর তথ্য হইলো – জেনারেল জিয়াউল আহসান তখন RAB এর গোয়েন্দা শাখায় – জিয়া ওর অফিসার দের ব্রিফ করতো – রাশেদুল কে কেহ জেন না ঘাটায়।

জিয়া নিজেও রাশেদুলের ভয়াবহতা কে ভয় পেত।

সেই লোকের এখন নূরানী চেহারা মাথায় সেজদার দাগ – লম্বা দাঁড়ি দেইখা ড: ইউনুস সাহেব তব্দা খেয়ে ভাবতেই পারতেছেন না – কিভাবে এই রাশেদুলকে খু- র আসামী ভাববেন।
কিয়েক্টাবস্থা তাই না???
সাধু সাবধান –