হ’ত্যা মা’মলা নিয়ে রসিকতা করছে সরকার!

আওয়ামীলীগ সরকার প’তনের জুলাই-আগস্ট আ’ন্দোলনে হ’ত্যার চেষ্টা মা’মলার আ’সামিকে সাথে নিয়ে পুলিশ কমিশনার শেখ মো: সাজ্জাদ আলী অনুষ্ঠান করছেন৷

১২ ডিসেম্বর সেগুনবাগিছায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এ্যাসোসিয়েশনে সন্তানদের শিক্ষাবৃত্তি ও সদস্যদের ওয়ালটন ক্রীড়া পুরস্কার বিতরনী অনুষ্ঠানে পাশাপাশি বসেন পুলিশ কমিশনার শেখ মো: সাজ্জাদ আলী এবং ছাত্র-জনতার হ’ত্যা-চেষ্টা মা’মলার ৪নম্বর আ’সামি বিএসএসয়ের সাংবাদিক মধূসুদন মন্ডল।

জুলাই-আগস্ট বৈষ’ম্যবিরোধী আ’ন্দোলনের সময় রাজধানীর মহাখালি কাচাবাজার এলাকায় ১৮ জুলাই ছাত্র-জনতার মিছিলে স’শস্ত্র হাম’লার সময় গু’লি চালানো হয়। দাঁড়া’লো অ’স্ত্র’ দিয়ে যুবলীগ ও ছাত্রলীগ ক্যা’ডাররা আওয়ামীলীগ সরকার বি’রোধী আ’ন্দোলনে হা’মলা চালায়। এ সময় যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মির্জা এমআই মওদুদসহ অনেকেই গু’রুতর আহ’ত ও গু’লিবিদ্ধ হন। গু’লি ও স’শস্ত্র হা’মলার ঘটনায় গত ৯ নভেম্বর রাজধানীর বনানী থানায় ১৪৩/১৪৭/১৪৯/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/১০৯ ১১৪ ধারায় মা’মলা দায়ের করেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মির্জা এমআই মওদুদ। ওই মা’মলায় এক নম্বর আসামি সাবেক প’লাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুই নম্বর আ’সামি কাদের, তিন নম্বর আসামি শাহজাহান ওমর এবং চার নম্বর আসামি বিএসএসয়ের সাংবাদিক মধূসুদন মন্ডল। এই চার নম্বর আসামির সাথে অনুষ্ঠানে একই সাথে বসে পুলিশ কমিশনারের বসার ছবি প্রকাশ হওয়ায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এরই মধ্যে আন্তবর্তীকালিন সরকার সাংবাদিক মধূসুদন মন্ডলের ব্যাংক হিসাব তলব করেছে।

২ হাজারের বেশি মানুষের জী’বনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিয়ে এভাবেই খেলছে কথিত এই বিপ্লবী সরকার৷