শেখ মুজিব না শেখ হাসিনা, কে বেশি খারাপ ফ্যাসিস্ট!

সাংবাদিক ইলিয়াস হোসেন এর ইউটিউব চ্যানেলে ৫০ বছরের জমানো কথা তুলে ধরেছেন মেজর ডালিম। মেজর ডালিম এর বর্তমান বয়স তিনি নিজে বলছেন ৭৫ বছর।
সেই ইন্টারভিউ এর শেষের দিকে ইলিয়াস ভাই প্রশ্ন করেছিলেন মেজর ডালিমকে, যে শেখ মুজিব না শেখ হাসিনা, কে বেশি খারাপ ফ্যাসিস্ট!
মেজর ডালিম ইংরেজি বাংলা মিলিয়ে উত্তরে বলছেন, ‘শেখ হাসিনা তার বাবার চেয়েও নিকৃষ্ট স্বৈরাচারী ফ্যাসিষ্ট ছিল ‘।
ইন্টারভিউ থেকে একটি বিষয় ক্লিয়ার বুঝলাম যে, ভারতের আধিপত্য দেশ প্রেমিক সেনাবাহিনীর সৈনিকরা মেনে নিতে পারেন নি তৎকালীন সময়েও।

প্রায় ৮ লাখ মানুষ লাইভটি দেখেছেন। ভাবতে পারেন? শেখ মুজিব কে খুন করেও একজন মানুষ এতো জনপ্রিয় হয় কি কারণে? এই উত্তর পেলে ৭২-৭৪ এর আওয়ামী লীগ এর দুঃশাসন কিছু টের পাবেন আশা করি।

৯ম সেক্টর কমান্ডারের প্রধান মেজর জলিলকে তাজ উদ্দিনের সরকার গ্রেফতার করার কারণ বলছেন তিনি, ‘মেজর জলিল ভারতকে সব দিয়ে দেয়ার প্রতিবাদ করছিলেন বলে’।

একটা ইন্টারেস্টিং বিষয় তুলে ধরছেন মেজর ডালিম, তা হলো পাকিস্তান জেল থেকে ছাড়া পেয়ে শেখ মুজিব লন্ডনে যাওয়ার পর বিবিসি বাংলার তৎকালীন প্রধান সিরাজুল ইসলাম কে দেশের ক্ষয়ক্ষতির বিষয় জানতে চান মুজিব। তখন তিন লক্ষ মানুষ নিহত হওয়ার বিষয় অবগত করেন মুজিবকে সিরাজুল ইসলাম। কিন্তু ডেভিড ফস্টকে ইন্টারভিউ দিতে গিয়ে মুজিব তা তিন মিলিয়ন (অর্থাৎ তিশ লক্ষ করে ফেলেন।) সেই ইন্টারভিউ এর পর মুজিবের ইংরেজি শুনে ডেভিড ফস্ট নাকি কান্না করেছেন মুজিবের ইংরেজি শুনে। কারণ তার মাতৃভাষার বেহাল দশা করে ছেড়েছিলেন মুজিব!