Day: March 21, 2025

আধুনিক সমাজে ফ্যাসিবাদ

আধুনিক সমাজে ফ্যাসিবাদ : একটি উদ্বেগজনক বাস্তবতা ফ্যাসিবাদ একটি জটিল রাজনৈতিক দর্শন, যা একক ব্যক্তির চিন্তাধারার ফসল নয়। বরং এটি বিভিন্ন দার্শনিক, রাজনীতিবিদ এবং সমাজতাত্ত্বিকের ধারণার সংমিশ্রণ। ফ্যাসিবাদের মূল ধারণাগুলো নিৎশে, মাকিয়াভেলি, হেগেল, এবং অন্যান্য দার্শনিকের লেখা থেকে উদ্ভূত হয়েছে।