Day: April 13, 2025

ফার্স্টক্লাস বন্দি ?

একটি খবর আপনাদের নজর এড়িয়ে গেছে হয়তো। চাদপুর কারাগারে একটি কক্ষ আধুনিকায়ন হচ্ছে। সেখানে টাইলস লাগানো হচ্ছে, হাইকমোড লাগাচ্ছে। এসিও লাগাবে নিশ্চয়ই এই উন্নয়নের কারণ হলো- চাদপুর কারাগারে সাবেক অবৈধ মন্ত্রী দীপুমনি থাকবে। ফার্স্টক্লাস বন্দি বলে কথা। সাবেক সাংসদ, মন্ত্রী।