দেশের বর্তমান সমস্যার অর্ধেকের দায় কেবলই একজন Dr. Asif Nazrul এর

দেশের বর্তমান সমস্যার অর্ধেকের দায় কেবলই একজন Dr. Asif Nazrul এর। আর বাকি অর্ধেক সবকিছু মিলিয়ে। অর্থাৎ আসিফ নজরুল কে লা*ত্থি দিয়ে সরিয়ে দিলে দেশের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। এই লোকটাকে সবসময়ই আমি সন্দেহের চোখে দেখেছি কারণ, তিনি শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের প্রশংসা করতেন একইভাবে। একজন মানুষ হয়তো জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম এবং বহুদলীয় গণতন্ত্র কে ভালবাসবে, নয়তো মুজিবের বাকশাল এবং লুটপাট কে ভালবাসবে, দুই মেরুর দুইজন বিপরীতমুখী মানুষকে সমানভাবে শ্রদ্ধা করা কীভাবে সম্ভব? এখানেই প্রমাণ হয়ে যায় তার কোন এজেন্ডা ছিল যা তিনি এখন বাস্তবায়ন করছেন।

আসিফের কারণে হাসিনার আমলে বিনা অপরাধে ভুয়া মামলায় অভিযুক্ত এবং গ্রেফতারকৃতদের মুক্তি হচ্ছেনা, অনেক আলেম-ওলামা’ও আছেন এদের মধ্যে। আবার রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট এবং জুলাই গণহত্যার সমর্থনকারী মেহের আফরোজ শাওন, ডক্টর জাফর ইকবালসহ অনেকেই আইনের আওতার বাইরে রয়ে গেছে।

পলাতক খু’নি হাসিনা এবং তার দলের ক্রিমিনালদের বিচারের দৃশ্যমান কোন অগ্রগতি নেই। ফ্যাসিবাদী শক্তির প্রধান সহযোগী বিচারকদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন আইনগত ব্যবস্থা নেওয়ার খবর নেই!

আসিফ নজরুলের শরীরের চর্বি ক্রমশ বাড়ছে। এখন তিনি নিজেকে অনেক ক্ষমতাবান ভাবছেন, কিন্তু তিনি বোধহয় ভুলে গেছেন পলাতক হাসিনা তারচেয়েও বেশি ক্ষমতাবান ছিল।