একেকটা মাদ্রাসা বিশেষ করে হেফজখানাগুলো যেন একেকটা টর্চার সেল
আপনারা শুনলে আশ্চর্য হবেন কিন্তু এটাই সত্যি,হেফজখানার শ্রেষ্ঠত্বের মানদণ্ড ধরা হয় শাস্তির বৈচিত্র্য আর মাত্রার উপর। যে হেফজখানা যত অভিনব পদ্ধতিতে শাস্তি দিতে পারে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে সে তত উর্ধ্বে। এগুলো কারও থেকে শোনা নয়।আমি নিজেই হেফজখানায় পড়েছি এবং হাফেজ হয়েছি।আমার