এখনো সময় আছে, সবকিছু ভুলে ঐক্যবদ্ধ না হলে তোমাদের কোন অস্তিত্ব থাকবেনা

ওয়াকার তার আপুকে বলেছিলেন, আপনি যান, পরিস্থিতি একটু অনুকূলে আসলে আপনাকে নিয়ে আসবো।

সেই অনুকূল সময়টা চলে এসেছে। গণধোলাইয়ের ভয়ে যে ওয়াকার তার আপুকে নিজের সিদ্ধান্তে পাঠিয়ে দিয়েছিল, সেই ওয়াকার এখন জনগণের সরকারকে হুমকি দিচ্ছে। তার শক্তির আঁধার দেশের ভেতরে বিএনপি এবং দেশের বাইরে ভারত। বিএনপি বহুদিন ধরেই ওয়াকার এবং ভারতের ফাঁদে পা দিয়েছে। এরা কল্পনাও করতে পারছেনা তাদের সামনে কী ভয়ংকর পরিণতি অপেক্ষা করছে! বেগম খালেদা জিয়ার বাসায় মদের বোতল রেখেছিল যার নির্দেশে, সেই মেজর জেনারেল (অব:) মামুন খালেদ এখনো ওয়াকারের কৃপায় খোশমেজাজে আছে।

শুধু কি বিএনপি? সর্বপ্রথম ওয়াকারের খপ্পরে পড়েছিলেন আলখাল্লা শফিক। তিনিই প্রথম ঐক্য বিনষ্টকারী বক্তব্য দিয়েছিলেন। আলখাল্লা শফিক  শফিকের মতো একটা অদূরদর্শী লোক কীভাবে জামায়াতের আমীর হলো?

আরেক সবজান্তা ফাফরবাজ মাহফুজ। এই মাহফুজ কে লা*ত্থি দিয়ে উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেওয়া উচিত এখনই। যার মাথায় তিল পরিমাণ ঘিলু নেই সে কীভাবে মাস্টারমাইন্ড হয়?

হান্নান মাসুদের মতো টোকাই এবং নাসির পাটোয়ারীর মতো বে*য়া*দবদের দায়ও কি কম?