তাজউদ্দীন আহমেদ- মোর দ্যান এ ফ্রিডম ফাইটার 

তাজউদ্দীন আহমেদ এর নাম থেকে কখনো মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা সম্ভব না। তাজউদ্দীন আহমেদ ছিল মুক্তিযুদ্ধের আসল ডিরেক্টর এবং সবসময় সক্রিয় ছিলেন।

তাজউদ্দীন আহমেদ দের মত কিংবদন্তি দের অবদান আমাদের থেকে বারবার আড়াল করা হয়েছিল, শুধু শেখ মুজিবের গুণগান শোনে আমরা বেড়ে উঠেছি। বর্তমান সরকারও একইভাবে তাজউদ্দীন আহমেদকে অবজ্ঞা করবে সেটা তো মানা যায় না।

আমার কখনো মনে হয় নাই তাজউদ্দীন আহমেদ এর সাথে এমনটা করবে এবং এখন শুনলাম, এটা আসলেই গুজব। অনেকে দেখলাম তাজউদ্দীন আহমেদ এর মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের পক্ষে যুক্তি দাঁড় করিয়েছে, এটা দেখে খুবই খারাপ লাগলো।

তাজউদ্দীন আহমেদ সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করেন নাই ঠিক আছে। কিন্তু মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক ও নেতৃত্বদাতা ছিলেন তিনি।

তাজউদ্দীন আহমেদ এই জাতির শ্রেষ্ঠ সন্তানের একজন। তাঁর মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করবে এমন বুকেরপাটা কারো হয় নাই।