Day: June 22, 2025

আইনের চোখে সবাই সমান হলেও বাংলাদেশের ক্ষেত্রে এটা কেবলই কেতাবি কথা। এখানে টাকাওয়ালা ক্ষমতাবানদেরকে আইন স্পর্শ করতে পারে না। তারা সকল সরকারের আমলেই নিজেদেরকে মানিয়ে নিতে পারেন অঢেল টাকার বিনিময়ে

বসুন্ধরা গ্রুপ দেশে বড় বেসরকারি প্রতিষ্ঠান। পাঁচটি মিডিয়া রয়েছে। তাদের আছে একটি টেলিভিশন, দুইটি বাংলা জাতীয় দৈনিক, একটি ইংরেজি জাতীয় দৈনিক। আছে একটি অনলাইন নিউজ পোর্টাল। ভূমিধস‍্যু হিসেবেও খ‍্যাতি রয়েছে। বসুন্ধরা হাউজিং দেশের বড় বেসরকারি হাউজিং প্রতিষ্ঠানও বটে। ২০০১ সালে