নেতৃত্বশূন্য একটা রাষ্ট্রের যে দশা হয়, বাংলাদেশের হয়েছে সেই একই অবস্থা। শূন্য স্থান যাদের পূরণ করার কথা, তাঁদের বেশিরভাগই পথভ্রষ্ট হয়েছেন। যারা জাতীয় নেতা তাঁরাও উদ্ভট এই পরিস্থিতি নিয়ে যথেষ্ট সন্দিহান। রাষ্ট্রের সর্বশেষ আস্থা সামরিক বাহিনীর কতিপয় সদস্যের নোংরা কার্যকলাপ ও নিরাপত্তা সংস্থাগুলোকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলক কুৎসা রটনা এবং আমলাদের স্বেচ্ছাচারিতায় বাংলাদেশ এখন এমন একটা অবস্থানে অবতীর্ণ হয়েছে যে কাল কি ঘটতে যাচ্ছে সে বিষয়ে সকলেই উৎকণ্ঠায় থাকেন।
এদিকে রাজনৈতিক অস্থিরতার সুযোগে দেশের দক্ষিণাঞ্চল দিয়ে প্রবেশ করছে প্রচুর সংখ্যক অবৈধ অস্ত্র, মায়ানমার-বাংলাদেশ সীমান্তে, আরাকান আর্মির অভিযানের মুখে মায়ানমারের নিরাপত্তা বাহিনীর পরিত্যক্ত ক্যাম্পের সামরিক অস্ত্র বিক্রি হচ্ছে দেদারছে।
এমন অবস্থায় শক্তহাতে দুষ্টের দমন করতে না পারলে, দেশের সার্বিক অবকাঠামো ধ্বসে পড়া, সময়ের ব্যাপার মাত্র।