একটি উস্কানিমূলক উল্লাস, এবং আসন্ন অশুভ সংকেত
নিঝুম মজুমদারের কণ্ঠে সুরাহ রহমানের বিখ্যাত আয়াত জপ করে হাদির মৃত্যুকে প্রায় উদযাপন করা—কি ভয়ংকর হঠকারিতা। কিংবা আনিস আলমগীরের নেহারি খেতে খেতে হাদির ওপর সংঘটিত এই ন্যাক্কারজনক হামলাকে এক ধরনের প্রচ্ছন্ন উল্লাসে পরিণত করা—এসব আচরণ আগামী দিনের জন্য গভীরভাবে অশুভ