কোরবানির আগে যেমন প্রস্তুত করা হয়, ফয়সালকেও প্রস্তুত করা হচ্ছে। আমরা কেউ করতেছি না, ও যাদের গরু তারাই ওরে প্রস্তুতি করতেছে।
ফয়সালকে দিয়ে রামশাম বুঝায়ে যখন আমাদের ভূগোল বুঝাইতে ব্যর্থ, তখন ফয়সালকে আবার নতুন তথ্য দিয়ে পাঠাইলো। তথ্য কি?
কাওসার, র্যাব ২ এর তুষার নাকি ও কে সেইফ এক্সিট দিছে।
তো বাবা ডগিফাই লালরা, এই তথ্য ৩ নং ভিডিওতে কেনো?
প্ল্যান এ বি ফ্লপ খেলো দেখে কি এইটা ৩ নং ছিলো?
শুনেন, ফয়সাল হইলো পুরানো পাপী। ও মডেলিংও করতো টুকটাক নাটকও করেছে। অভিনয় যে ভালো একটা করতে পারে না, এইটা ওর এসব ভিডিও বার্তাতে স্পষ্ট বুঝাই যায়। আরেকটু ভালো অভিনয় করতে পারলে মানুষ মারা লাগতো না, হলিউডে থাকতে পারতো।
ওসমান হাদী হত্যার মাধ্যমে ওরা এক ঢিলে কয়েকটা পাখি মারতে চেয়েছিলো। এই যে জামায়াতকে ব্লেম দেয়া, এইটা ছিলো ওদের আরেকটা টার্গেট। এই টার্গেটে ওদেরকে সাকসেসফুল হইতেই হবে, তাই ফয়সালকে দিয়ে এই বিবৃতি দেয়াচ্ছে, এসব ফাউ আলাপ ছাড়া কিছুই না।
শিখানো লিখিত বক্তব্য যদি নাই হতো, ফয়সাল যদি কালপ্রিট না হইতো তাইলে সে ঘটনার দুই একদিনের মধ্যে ভিডিও বার্তা দিতো, সব সত্য কথা বলতো, নির্দ্বিধায় বলতো, এমন দুই তিন ধাপে ভিডিও বার্তা দিতো না, আর জাবেরের প্রতি এতো ক্ষোভও দেখাইতো না। গেঞ্জির জন্য টাকা নিছে তো কি হইছে?
নির্বাচনী প্রচারণায় গেঞ্জির জন্য টাকা নিছে এইটা তো অপরাধ না, তুই ডোনার টাকা তুই দিবি দেখেই চাইছে। তো?
কাওসার, র্যাব ২ এসব আগে বলতো।
দুবাইয়ের নাটক সাজাইতো না। এইবার আবার আরবি গান ছেড়ে বুঝাইলো সারজাতে আছে, আরেহ সার্জাতে হর্ন বাজায়রে? দুবাইয়ের চেহারাও দেখাইলো না এখনো, অথচ নিজের চেহারা দেখায়ে চেহারার মানচিত্র আমাদের হাতে ধরায় দিলো।
মির্জা আব্বাসের কথা ৩ নং ভিডিওতে বললো কেনো?
মাহমুদুর রহমানের শিষ্য আব্বাসের প্রশংসা করবে? টাকা নিতে চাইবে? এইটা তো ইবলিশও বিশ্বাস করবে না।
একজন নিরপরাধ ব্যক্তি ভয়ে আতংকে প্রথমেই সব সত্য নির্দ্বিধায় বলে দিতো। ও কে দিয়ে বলানো হচ্ছে তাই ৩ টা ভিডিও বার্তা আসলো। এই ভিডিওতে কাজ না হইলে আরো কিছু ভুয়া নিউজ নিয়ে হাজির করবে।
ডাল্টন বলছিলো ১৩ তারিখের মধ্যে একটা যাবে, এরপর একটা একটা করে যাবে। ঠিকই ভাই ১২ তারিখে চলে গেলো …
ডাল্টন ভা *** র তে আছে, ডাল্টনকে ধরার ব্যবস্থা করেন। ডাল্টনের কাছে যথেষ্ট ইনফরমেশন আছে। ডাল্টন কাদের মাধ্যমে সেইফ এক্সিট পেয়ে সীমান্ত পার হলো বের করেন।
এরা ওই পারে যাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে।
ফয়সালকে দিয়ে আরো হত্যা প্ল্যান ওদের আছে। তাই ফয়সালকে সেইফ জোনে রেখে, দেশে আরো অস্থিতিশীল পরিস্থিতি করতে চাচ্ছে। যখন দেখবে, এসব ভিডিও বার্তায় কাজ হচ্ছে না, ফয়সাল ওদের বিষফোঁড়া, ফয়সাল কোন ভাবে ধরা পড়লে বাকীদের নাম চলে আসবে, তখন ওরাই ফয়সালকে এলিমিনেট করে দিবে।
বেশিরভাগ অ্যাসাসিন, মাফিয়াদের শেষ পরিণতি এইটাই হয় ওদেরকে যারা লালন পালন করে, তারাই ওদেরকে পথের কাটা ভেবে পথ থেকে তুলে ফেলে …
ফয়সাল আর সত্যের পথ বেছে নিতে পারবে না, ওর সময় শেষ। আর সত্য হলো সূর্যের মতোন, তা উদিত হবেই। ফয়সালের এসব নাটক, ভিডিও বার্তা, ডিজ ইনফরমেশন সত্যকেই সামনে আনলো যে …
আমাদের দেশপ্রেমিক সেনাদের হত্যা, বাংলাদেশপন্থী রাজনীতিবিদ, বিপ্লবীদের হত্যার মাষ্টারমাইন্ড একটা খুনী পালিত রাষ্ট্র আর ওই রাষ্ট্রের কতোগুলো গোলাম যারা এই দেশে থেকে নিজেদের বাংলাদেশী বলে পরিচয় দেয়।
ওসমান হাদী হত্যার বিচার প্রশাসন না করলেও, কেউ না কেউ করবে, সবচেয়ে নির্মম ভাবে করবে। দেশে থাকা মুনাফেকদের ঝলসে দিয়ে করবে, ইন শা আল্লাহ।