About

Home > About

আমার সম্পর্কে

তোফায়েল আহমদ সমাজের ধর্মীয় কুসংস্কার, জঙ্গীবাদ ও অনৈতিকতার এক অদম্য(অপ্রতিরোধ্য) ব্লগার লেখক ও সাংবাদিক ।ধর্ম ব্যবসায়ীদের মুখোষ উন্মোচন ও ধর্মান্ধতার কবলে পড়ে সমাজ ও জনজীবন বিধ্বংসকারী কার্যকলাপ থেকে মানুষকে রক্ষা করাই তার লেখার মূল ভাষ্য।।ব্লগার, লেখক ও সাংবাদিক তোফায়েল আহমদ, পিতা- আলী আহমদ ,মাতা-সফতেরা এর কনিষ্ঠ সন্তান। ১৯৯৭ সালের ২৯ ই মার্চ সিলেট জেলার সদর উপজেলার, ১ নং জালালাবাদ ইউনিয়নের রায়ের গাও গ্রামের এর একটি সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।পিতা আলী আহমদ ছিলেন এলাকার একজন সুনামধন্য ব্যাবসায়ী এবং মাতা সফতেরা গৃহিণী। ২০২০ সালে মদন মোহন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে যুক্তিবিদ্যা বিভাগে (স্নাতক) পাশ করেন। স্কুল জীবন থেকেই তার মধ্যে অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ ঘটে। স্নাতক এ লেখা পড়ার পাশাপাশি ২০১৯ সালে তিনি সিলেটের সুনামধন্য পত্রিকা www.sonarsylhet.com এ রিপোর্টার হিসেবে যোগদান করেন, এবং ২০২১ সালের নভেম্বর মাসে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ব্লগের মাধ্যমে ধর্মীয় কুসংস্কার, ও জঙ্গীবাদের বিরুদ্ধে লেখালেখি শুরু করেন। একাধারে তিনি তার ব্লগে প্রকাশিত করেন অসংখ্য অগ্নিঝরা প্রতিবাদী লেখা। এছাড়াও তিনি অবদান রাখেন বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজে।পাশাপাশি তিনি ব্লাড সোলজার নামে একটি সংঘটনের সাথে যুক্ত আছেন যারা সমাজের অসহায় মানুষগুলোর বিভিন্ন প্রকার সহযোগিতামূলক কাজ করে থাকে।